টাঙ্গাইলে মাংসের দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | ১৫১

টাঙ্গাইল মাংসের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার(১০ ডিসেম্বর) শহরের পার্কবাজারের তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে একটি টীম  শহরের পার্ক বাজারের মাংস পট্টিতে তদারকিমূলক অভিযান পরিচালনা করে।

এ সময় হালনাগাদ মূল্য তালিকা না থাকায় খলিল মাংস ভান্ডারকে তিন হাজার, শহীদুল মাংস ভান্ডারকে তিন হাজার ও আসলাম মাংস ঘরকে দুই হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া পেঁয়াজের বাজার তদারকি করে মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়।

ওই বাজার তদারকিমূলক অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশ সহায়তা করে।