বাসাইলে প্রধান শিক্ষককে বদলি করায় মানববন্ধন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮ পিএম, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | ৪৫৯

টাঙ্গাইলের বাসাইলে প্রধান শিক্ষক বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী হাবলা বিলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টব্যাপী এ কর্মসূচী পালন করেন।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ বিদ্যালয় পরিচালনা পর্ষদের দুই সদস্য সেলিম রেজা ও আশরাফুল ইসলাম সভাপতি হিসাবে নাম ঘোষনা করেন।

সম্প্রতি আশরাফুল ইসলামকে সভাপতি ঘোষনা করা ছিল। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারকে অন্যত্র বদলি করা হয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিভাবকরা রবিবার সকালে বিদ্যালয় আঙ্গিনায় উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে।

পরে তারা ঘন্টব্যাপী মানবন্ধনে দ্রুত বদলিকৃত প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।