গোপালপুরে তিন হাজার দরিদ্র রোগী পেলো স্বাস্থ্যসেবা

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৫৪

টাঙ্গাইলের গোপালপুরে তিন হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। 

বুধবার দিনব্যাপী গোপালপুর পৌরশহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

এসএসসি ৮৯ ও ৯০ ব্যাচের শিক্ষার্থীরা ছিলেন এর আয়োজক। ক্যাম্পের উদ্বোধন করেন বিএসএমএমইউ এর প্রক্টর প্রফেসর ডাঃ হাবিুবর রহমান দুলাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর ডিন প্রফেসার ডাক্তার মোহাম্মদ হোসেন।

সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বক্ষব্যাধি বিষেশজ্ঞ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, ডাক্তার ও সার্জন বিদ্যুত চন্দ্র দেবনাথ সহ প্রমুখ।

ক্যাম্পে দেশের সেরা ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে সেবা দেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন।