শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২৯

মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে পৌর শহরের শ্রী শ্রী কালিবাড়ী প্রাঙ্গণে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রহিম সুজন।

শ্রী শ্রী কালিবাড়ীর সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রী শ্রী কালিবাড়ীর সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সমরেশ পাল,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার।

এসময় অতিথিরা মন্দিরভিত্তিক স্কুলে ১২ টি সাউন্ড বক্স ও ১০০ টি হোয়াইট বোড বিতরণ করেন।