টাঙ্গাইল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, শনিবার, ১২ আগস্ট ২০২৩ | ৪৫০

টাঙ্গাইল কলেজের এইচএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ অডিটোরিয়াম এ অনুষ্টানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হাজী আবুল হোসেন ট্রাষ্ট এর চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল কলেজের অধ্যক্ষ প্রফেসর নরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজী আবুল হোসেন ট্রাষ্ট এর কো চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসেন, হ্যাবিটের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, টিআইএসটির উপাধ্যক্ষ তুষার কান্তি চৌধুরী প্রমুখ।