টাঙ্গাইলের গালা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ পিএম, শনিবার, ১২ আগস্ট ২০২৩ | ৬৫২

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গালা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।