মির্জাপুরে মাদকসেবীর চার মাসের জেল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১ এএম, শুক্রবার, ২৭ মে ২০২২ | ৫৫০

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে এক মাদকসেবীকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত হলেন- মির্জাপুর পৌরসদরের পোষ্টকামুরী গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে মোজাম্মেল হক (৪৫)। জানা গেছে, গোপন সংবদের ভিত্তিতে পৌরসভার পোষ্টকামুরী গ্রামের নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় মোজাম্মেল হককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চার মাসের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।