বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল

আধাবেলা হরতালেও ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে গণপরিবহন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ এএম, সোমবার, ২৮ মার্চ ২০২২ | ৪৯২

বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোন প্রভাব পড়েনি। ফলে, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চলছে দূরপাল্লা গণপরিবহন ও জেলার আঞ্চলিক বাসসহ সকল পরিবহন।

সরেজমিনে সোমবার (২৮ মার্চ) সকাল ৬ টা টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু রেলস্টেশন ঘুরে গণপরিবহন চলাচলের চিত্র দেখা গেছে। এরই ধারাবাহিকতায় কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আধা বেলা হরতালের ডাক দেন বাম গণতান্ত্রিক জোট।

এদিকে, আধাবেলা হরতালে অনাকাঙ্খিত বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর, সেতু রেলস্টেশন, এলেঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মহাসড়ক আগের মতো গণপরিবহন চলাচল করেছে। কোন বিশৃঙ্খলা ঘটেনি এবং পুলিশ সদস্য মোতায়েন ছিল।