শিক্ষার মূল উদ্দেশ্য আলোকিত মানুষ গড়া -ড. মোঃ আলাউদ্দিন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ পিএম, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | ৯২৩

শিক্ষার মূল উদ্দেশ্য হলো আলোকিত মানুষ গড়া। শুধুমাত্র বই পড়ে বা নির্দিষ্ট কিছু বিষয়ে জ্ঞান অর্জন করলেই শিক্ষিত মানুষ হওয়া যায় না। শিক্ষার আলো ব্যক্তি জীবন ও মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।

বুধবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অবস্থিত মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ই.বি. হাইস্কুলের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহ্ফিলে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, মানুষের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, বাবা মার প্রতি কর্তব্য, দেশপ্রেম জাগ্রত ও বোধ করাই শিক্ষার মূল উদ্দেশ্য। ই.বি. হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের কোর্স শিক্ষক সৈয়দ ইরফানুল বারী, ই.বি টেকনিকাল কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, ই.বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিকেলে স্কুল প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।