মির্জাপুরে বই বিতরণ উৎসব
 
												 
																			নববর্ষের প্রথম প্রহরে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষাার্থীর মধ্যে বই বিতরন করা হয়েছে।
সকালে বই বিতরন উৎসব উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।
সকাল দশটায় এমপি একাব্বর হোসেন পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ,আফাজ উদ্দিন দাখিল মাদরাসা এবং সকাল এগারটায় মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বই বিতরন করেন।
এসময় উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন,এ্যকাডেমিক সুপারভাইজর প্রবীর কুমার চৌধুরী, আওয়ামী লীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক,মাজহারুল ইসলাম শিপলু উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শরফুন নিসা খানম প্রমুখ।
এ বছর মির্জাপুর উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ টি মাধ্যমিক, ১৪ টি মাদরাসা, এনজিও ১৮ এবং ১৩২ টি কিন্ডার গার্টেনের ৯৮ হাজার ৭৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৭৭ হাজার ৭৭২ টি বই বিতরন করা হচ্ছে বলে জানা গেছে।
 
                         
 
             
            