প্রয়াত বন্ধুদের স্মরণে এতিম শিশুদের খাওয়ালো জগলু রোড বন্ধুমহল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, শুক্রবার, ১১ মার্চ ২০২২ | ১২৯১

প্রয়াত বন্ধুদের স্মরণে ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এতিম শিশুদের খাওয়ানোর আয়োজন করেছে জগলু রোড বন্ধুমহল।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের বেপারীপাড়াস্থ টাঙ্গাইল সরকারি শিশু পরিবার (বালক) অনাথ আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এতিমখানা মসজিদে প্রয়াত বন্ধুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বেপারীপাড়া এতিমখানা মসজিদের ইমাম হাফেজ আলী হাসান।

অনুষ্ঠানে টাঙ্গাইল সরকারি শিশু পরিবার (বালক) এর সহকারি শিক্ষক আজিজুর রহমান, জয়নাল আবেদীন, ইলিয়াস মিয়া, বিভিন্ন পর্যায়ের কর্মচারিরাসহ ৮৬জন ছাত্র উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. ইমরুল খান ইমন, বিশিষ্ট ব্যবসায়ি আলমগীর হোসেন, মোস্তাইন বিল্লাহ সোহেল, নাজমুল, ওয়ালটন কর্মকর্তা উজ্জল, আনোয়ার লিটনসহ জগলু রোড বন্ধুমহলের বন্ধুরা।