কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
 
												 
																			টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বল্লা ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্তি ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বল্লা ইউনিয়ন যুবদল ।
১৪ জানুয়ারি বিকাল ৪ টায় বল্লা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বল্লা বাজার বটতলা থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বটতলা এসে শেষ হয় ।
পরে বল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান, বল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আতিয়ার রহমান, বল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহিনুর, কালিহাতী উপজেলা ছাত্রদলের সদস্য আজিম আহম্মেদ, বল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফ আহম্মেদ ও সাধারন সম্পাদক আশিফুর রহমান মিথুন, বল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুর ইসলাম ও সাধারন সম্পাদক শাহিনুর খান প্রমূখ ।
বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য নয়ন আকন্দ । সমাবেশে বক্তারা বলেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে বল্লা ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষনা প্রত্যাহার করা না হলে কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মতিন ও তার অনুপস্থিতিতে দায়িত্বরত সিনিয়র সহ-সভাপতি শুকুর মাহমুদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিহাতী উপজেলা শাখার আহবায়ক শামীম আল মামুন মুকুলকে বল্লায় অবাঞ্চিত ঘোষনা করা হবে ।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিহাতী উপজেলা শাখার আহবায়ক শামীম আল মামুন মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বল্লা ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষনা করেন ।
 
                         
 
             
            