ফুলেল শুভেচ্ছায় সিক্ত ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ | ৭৯০

আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় ও টানা দ্বিতীয়বারের মতো এমপি হতে যাওয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের বর্তমান সংসদ আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন টাঙ্গাইল সদর উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আম জনতা।

রবিবার রাত সকাল থেকেই ছানোয়ার হোসেনের নিজ বাসভবন তৃনমুল ভবনে তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শুরু করেন। এসময় শহর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শুভেচ্ছা জানায়। সোমবার সকাল থেকে শুরু হয় টাঙ্গাইল সদর উপজেলার সকল ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা।

এসময় আগত সকল নেতকর্মীদের মিষ্টি মুখ করানো হয়।

শুভেচ্ছা জানানো শেষে ছানোয়ার হোসেন বলেন,বিজয়ের মাস ডিসেম্বরে এটা আরেকটি বড় বিজয়। এবার টাঙ্গাইলের মানুষের ভাগ্যের আরোও উন্নয়ন ঘটবে। আমার কাছে ক্ষমতা কিছু না আমি চাই মানুষের সেবা করতে। তাকে বিজয়ী করার জন্য তিনি টাঙ্গাইল সদর-৫ আসন ওনির্বাচন সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।