টাঙ্গাইলে গাছে ঝুলে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৯:৫৭ এএম, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ | ২৯২

টাঙ্গাইলে সামাজিক বনায়নের গাছে ঝুলে কলেজ ছাত্রীর আত্মহত্যা টাঙ্গাইলের গলায় ওড়না পেঁচিয়ে শিউলী আক্তার (১৮) নামের এক কলেজ পড়–য়া ছাত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সখীপুর উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিউলী ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও বোয়ালী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

পুলিশ মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রেমিকের বিয়ের খবর শুনে শিউলী ২/৩দিন ধরেই কান্নাকাটি করছিল। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিউলী কলেজের এ্যাসাইনমেন্ট জমা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী তার পরিবারের লোকজনকে জানায় শিউলীকে জঙ্গলের ভেতর দেখে আসলাম। খবর পেয়ে শিউলীকে খুঁজতে সামাজিক বনায়নে ভিতরে একটি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ সময় থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।