নাগরপুরে স্বাধীনতা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৮ পিএম, শুক্রবার, ২৬ মার্চ ২০২১ | ৫৭২

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, নাগরপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে প্রস্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ান ও  স্কাউট সদস্যরা মার্চ পাস্টে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু।

এতে অন্যন্যর মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সামিনা বেগম শিপ্রা, ওসি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী প্রমুখ।