ঘাটাইলে ইয়াবাসহ গ্রেফতার এক


টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ শরীফ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২।
৯ জানুয়ারি বিকালে উপজেলার চান তারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্বার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফ ঘাটাইল থানার চান তারা গ্রামের মোঃ শাহজাহান আলী ছেলে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চান তারা গ্রামে অভিযান চালিয়ে ১৭০পিস ইয়াবাসহ মোঃ শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় দীর্ঘদিন যাবৎ ঘাটাইল থানা সহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সরবরাহ করে থাকে।
আসামীর বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।