ট্রাম্পের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২২ পিএম, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ | ১৯৫

‘সহিংসতা উসকে দেওয়ার’ আশঙ্কায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। টুইটারের নিজস্ব ব্লগ সাইডে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে মাইক্রোব্লগিং এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের অনুমোদন দেয়া নিয়ে কংগ্রেসের বৈঠককে ঘিরে ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্পকেই দুষছেন সবাই। অভিযোগ উঠেছে ট্রাম্পের ক্রমাগত উসকানির ফলেই যুক্তরাষ্ট্রের ২০০ বছরের ইতিহাসে এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে।

টুইটার জানিয়েছে,  @realDonaldTrump অ্যাকাউন্টটি থেকে সম্প্রতি করা টুইটগুলো ‘গভীরভাবে পর্যালোচনা’ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে হামলার ওই ঘটনার পরেই তাৎক্ষণিক ট্রাম্পের আইডি সাময়িকভাবে ব্যান করে ফেসবুক ও টুইটার। ইউটিউব কর্তৃপক্ষ ট্রাম্পের ভিডিও সরিয়ে নেয়। শুধু ট্রাম্পই নয়, তার অনেক সমর্থককেরও একাউন্টে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।