দেশে আরো ২৭ জনের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:০১ পিএম, রোববার, ৩ জানুয়ারী ২০২১ | ৫১৯

নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের আজ ৩০১তম দিন অতিবাহিত করছে বাংলাদেশ। আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৭ হাজার ৬২৬ জনের মৃত্যু হল। একইসময়ে ৮৩৫ জনের শরীরে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে শনাক্তকৃত কভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৬ হাজার ১৯ জন।

আজ রবিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে দেশের ১৮০টি পরীক্ষাগারের তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ হাজার ৮৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯২৫টি নমুনা। আর সবমিলিয়ে দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ লাখ ৬০ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৯৭৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। দেশে মোট করোনা রোগী সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন। গতকাল মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ আর নারী ১১ জন রয়েছেন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।