মির্জাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনে প্রস্তুতি সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ৪৩৫

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বুধবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, মির্জাপুর পৌর ছাত্রলীগের সভাপতি আবুবক্কর সিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।

আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে প্রস্তুতি কমিটি গঠনসহ একাধিক সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলার ১টি পৌরসভা ১৪টি ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।