নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে ফুঁসে উঠছেন টাঙ্গাইলের শিক্ষার্থীরা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:৪৮ পিএম, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ | ৩৬৯

দেশজুড়ে অব্যাহতভাবে নারী ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছেন টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা। তারা মানববন্ধনসহ মঙ্গলবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। বিভিন্ন ধরনের লেখার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে আসেন শিক্ষার্থীরা। সকালে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে কলেজ শিক্ষার্থীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এ সময় প্রতিবাদ চলাকালে প্লেকার্ডে লেখা ছিলো মা তুমি বিবস্ত্র মানেই পুরো বাংলাদেশ বিবস্ত্র, যেই রাষ্ট্র ধর্ষকের সেই রাষ্ট্র আমার না, পাহার থেকে সমতল সকল নারীর নিরাপত্তা চাই, মায়ের জাতী বাচতে চায়,ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, বাংলাদেশে আর কত ধর্ষণ হলে তুমি জাগবে, বাংলাদেশে করোনার ভ্যাকসিনের চেয়ে ধর্ষনের ভ্যাকসিন বেশি দরকার, ধর্ষর্ণের শাস্তি একটাই মৃত্যৃদন্ড ইত্যাদি।

এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে স্থানীয় শহীদ মিনারের সামনে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা চোখে কালো ব্যাজ পরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় তারা বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকটি ধর্ষণের স্বীকার হয়েছে সারাদেশে। শনিবার নোয়াখালীতে বিবস্ত্র করে এবং গত সপ্তাহে সিলেটের মুরারি চাঁদ কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে একজন নারী গণধর্ষণের শিকার হন। সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকান্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য হচ্ছে ধর্ষণ। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা দিনদিন বাড়ছেই। ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।

শিক্ষার্তীরা আরো বলেন, সারাদেশে যে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে আমরা বাঁচতে চাই। আমরা ধর্ষকের শাস্তি চাই। আমাদের দাবী একটাই বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাই নাই।