বন্যায় ক্ষতিগ্রস্থ ২৭২ পরিবার পেল সাড়ে ৪ হাজার করে টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ | ২৮৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ২৭২ পরিবারের মাঝে এসব দেয়া হয়।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এসময় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২৭২ পরিবারকে সাড়ে ৪ হাজার করে টাকা এবং ঢেঁড়স, করলা, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, লাল শাক ও পুঁইশাকের বীজের একটি করে প্যাকেট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম এ রৌফ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক বোর্ড মেম্বার রবিন্দ্র মোহন সাহা, সদস্য সালাউদ্দিন হায়দার, ইউনিট অফিসার এটিএম জিয়াউল হাসান প্রমুখ।