বাসাইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:২২ পিএম, বুধবার, ২৬ আগস্ট ২০২০ | ৫৩৯

টাঙ্গাইলের বাসাইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় হল রুমে প্রতিবন্ধী শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে ২০ টি হুইল চেয়ার বিতরন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি জাফর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা সমাজসেবা অফিসার নুর-ই-লায়লা, বাসাইল উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখায়াত হোসেন, ফুলকি ইউনিয়ের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, পাইকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হায়দার মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা মো. কাইয়ুম সরকার। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের এখন অক্ষম বলা যাবে না, তারা এখন সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহন করছে। তাই প্রতিবন্ধী নামটা পরিবর্তন করে অন্য কোন নাম দেয়ার বিষয়ে সকল কাজ করা হচ্ছে। বিদ্যালয়টির জন্য নতুন ভবনসহ অনুদানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন টাঙ্গাইল- ৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। বর্তমানে বিদ্যালয়টিতে ১৬০ জন শিক্ষার্থী রয়েছেন।