টাঙ্গাইল সদরে ২৮ জন করোনায় আক্রান্ত
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এরা সবাই টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে । গতকাল রবিবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১১৪০ জন। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৩১৮ এবং সুস্থ ১৪৪ জন। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে আজ অন্য কোন উপজেলায় করোনা ভাইরাসে কোন রোগী নেই।
করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২১জন। আরোগ্য লাভ করেছেন ৬২৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪৭০৯জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
