মির্জাপুরে ঘরে ঘরে বইছে করোনা আতস্ক, আক্রান্তের সংখ্যা বেড়ে ১১১
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুরে ঘরে ঘরে বইছে করোনা ভাইরাসের আতস্ক। উপজেলায় এই ভাইরাসের সংক্রমন এমনভাবেই বৃদ্ধি পাচ্ছে যে গত ২৫ দিনেই সংক্রমিত হয়েছেন ৯৩ জন।
এদেরমধ্যে সর্বশেষ শুক্রবার ( ১৯ জুন) নতুন করে আরো ১৫ জন করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে, গত ১২ জুন পাঠানো ২৯টি নমুনার মধ্যে ১৫ জনের পজিটিভ আসে। ফলে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১১ জন। এর মধ্যে এক নারীসহ দুই পুরুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ২৯ জন।
জানা যায়, নতুন করে এই ভাইরাস শনাক্তদের মধ্যে মির্জাপুর থানার এক পুলিশ সদস্য, দুই নাতনিসহ শনাক্ত হয়েছেন পৌর সদরের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক ক্রীড়া সংগঠক, স্বস্ত্রীক আক্রান্ত হয়েছেন পৌর এলাকার এক বৃদ্ধ, মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ৩ জন, এছাড়াও গোড়াই এলাকায় গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত একজনসহ মির্জাপুর পৌর এলাকার আরো দুই বাসিন্দা।
করোনায় সবচাইতে নাজুক অবস্থার মধ্যে রয়েছে মির্জাপুর পৌর এলাকা। বিগত কয়েকদিন নতুন করে যারা শনাক্ত হচ্ছেন তাদের অধিকাংশই এই পৌরসভা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, মির্জাপুর পৌর এলাকায় সংক্রমন রোধে ইতিমধ্যে জনবহুল ৩নং ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
 
                         
 
             
            