সখীপুরে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, শনিবার, ১৯ মে ২০১৮ | ৫২৯

টাঙ্গাইলের সখীপুরে বিথী আক্তার (১৬) নামের এক এইচএসসি পরীক্ষার্থী ঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

শনিবার ভোররাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কীর্ত্তণখোলা কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিথী আক্তার ওই গ্রামের মিস্টার সবুজ আহমেদের মেয়ে ।

সে সরকারি মুজিব কলেজ থেকে এবার সে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ তার ব্যবহারীক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার শেষে বিথি আক্তারসহ বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। শনিবার ভোররাতে সেহেরী খাওয়ার জন্য ওঠেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ ও নিহতের পরিবারের ধারনা প্রেম ঘটিত কারণেই সে আত্মহত্যা করেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন- শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।