টাঙ্গাইলে একই পরিবারের দুইজন সহ নতুন আক্রান্ত ৪, মোট ৫৫
 
												 
																			টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জন দেলদুয়ার উপজেলা আর একজন সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।
এদের মধ্যে একই পরিবারের মা-ছেলে রয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে আজ সকালে সেখান থেকে ৪ জনের রিপোর্ট পজেটিভ থাকার কথা জানানো হয়। আক্রান্তদের বাড়ি লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মিনহাজ উদ্দিন জানান, দেলদুয়ারে আক্রান্ত তিনজনের মধ্যে একই পরিবারের মা-ছেলে রয়েছেন। তারা উপজেলা দেওলী ইউনিয়নের আগ দেওলী গ্রামের বাসিন্দা। আক্রান্ত ওই নারীর বড় ছেলে গত সপ্তাহে ঢাকা থেকে বাড়ি আসেন। পরে তার নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়।
পরে গতকাল তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে ওই নারী (৬৫) ও তার ছোট ছেলে (৩৫) এর করোনা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের দুজনেরই কোন উপসর্গ ছিলো না।
আক্রান্ত আরেক ব্যক্তি পার্শ্ববর্তী ফলবর্শা গ্রামের বাসিন্দা। তিনিও ঢাকা ফেরত। তার হালকা ঠান্ডা কাশি ছিলে।
এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় জানান, আজ নমুনা পরীক্ষায় পজেটিভ আসা আক্রান্ত একজন নারই। তিনি সদর উপজেলা বাঘিল ইউনিয়নের বাসিন্দা। তার বাড়ি খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
                         
 
             
            