মুক্তিযোদ্ধা খন্দকার মুছা চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:০৯ পিএম, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৭৮

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মওলানা ভাসানীর প্রিয় কর্মী বীরমুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার মুছা চৌধুরী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার নিজ বাসা থেকে ভূঞাপুরের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুরে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করার কথা রয়েছে।

আলহাজ খন্দকার মুছা চৌধুরী মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার ছিলেন। তিনি মূলত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। মওলানা ভাসানী তাকে খুব আদর করতেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।