ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ পিএম, বুধবার, ৪ মার্চ ২০২০ | ৬৯৭
টাঙ্গাইলের মির্জাপুরে লাভলু (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে বাবা নুরুল হক (৬৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
 
মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় লাভলুকে সহযোগিতা করার অভিযোগে তার স্ত্রী রোকেয়া আক্তারকে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে লাভলু (৩০) জেল থেকে জামিনে বের হয়।
 
লাভলুকে জেল থেকে ছাড়াতে তার স্ত্রী রোকেয়ার ২০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানায়। এই ২০ হাজার টাকা লাভলু তার বাবাকে পরিশোধ করতে চাপ দেয়। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।
 
কথাকাটাকাটির এক পর্যায়ে লাভলু ও তার স্ত্রী রোকেয়া মিলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রোকেয়াকে আটক করে। 
 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে লাভলু জেল থেকে বেরিয়ে বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় স্ত্রী রোকেয়ার সহযোগীতায় লাভলু তাকে পিটাতে থাকে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। এঘটনায় রাতেই রোকেয়াকে আটক করা হয়েছে। ঘটনার মূলহোতা লাভলু পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’