বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম- কৃষিমন্ত্রী

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৩ পিএম, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯ | ২৪৪

টাঙ্গাইলের ধনবাড়ীতে (১৬ ফেব্রুয়ারী১৯)শনিবার দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ হল রুমে শাইয়ান বৃত্তি ফাউন্ডেশন এর বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম । ধনবাড়ী উপজেলা কে শিক্ষাবন্ধব আদর্শ উপজেলা গড়তে শিক্ষকদের আরো গুরুত্ব দেওয়ার জন্য হুশিয়ারী দেন।

শাইয়ান বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া উপজেলার শতাধিক শিক্ষার্থী ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগনের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়।

শাইয়ান বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আছাদুজ্জামান এর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান সরকারের কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক তিনি আরো বলেন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের পাঠদানে আরো মনোযগী হওয়ার জন্য নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এর সহধর্মীনি শিরিন আখতার বানু, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, ধনবাড়ী থানার তদন্ত ওসি হাসান মোস্তফা, ধনবাড়ী উপজেলা আওয়মী সেচ্ছাসেবকলীগ নেতা রাজীব ভদ্র অপু, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, বলদী আটা মালতী আলু বীজ হিমাগারের ডি.ডি. ড, এবিএম গোলাম মনছুর, বানিয়াজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ সকল আমনন্ত্রিত অতিথিগন।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ধনবাড়ী কলেজিয়েট স্কুলের শিক্ষক সামস উদ্দিন লাকী এবং নিলুফা ইয়াছমীন।

অনুষ্ঠানে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিবাবক সহ শিক্ষক সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তি বর্গ অংশ নিয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেন।