বস্তি না বসানোর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, রোববার, ১ মার্চ ২০২০ | ২০৯

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাউসা মৌজায় বস্তি না বসানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রোববার দুপুরে বাউসা (বাসার চর) এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল সরকার, যুবলীগ নেতা আরিফুল ইসলাম বাবু, ব্যবসায়ী কাবেল উদ্দিন, হাবেল উদ্দিন, মো. সাইদুল ইসলাম, মো. মজনু মিয়া, ছালমা বেগম ও রিনা বেগম প্রমুখ। 

বক্তারা বলেন, বাউসা মৌজার জায়গা আমরা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি। আমাদের নামে রেকর্ডসহ প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। এই জায়গা বস্তিবাসীদের আশ্রয় দিলে আমাদের এলাকায় মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ বেশি হবে।

তাই টাঙ্গাইল পৌরসভার বস্তিবাসীদের পৌরএলাকায় কোন এক জায়গা দেওয়ার দাবি জানাচ্ছি। বস্তিবাসীরা সকলেই পৌরসভার ভোটার।

তারা দাইন্যা ইউনিয়নের মৌজায় আসলে আমাদের এলাকার মানুষের নানা সমস্যা হবে। তাই অনতিবিলম্বে বাউসা মৌজায় বস্তি না বসার দাবি জানায় বক্তারা।