পদত্যাগ করলেন মাহাথির

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | ২৪০

মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির রাজার কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, কৌশলগত কারণে মাহাথিরে এ পদত্যাগ। পাকাতান হারাপান দলের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মতে, আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তর না করতেই এই কৌশল গ্রহণ করেছেন তিনি। দলের অভ্যন্তরীণ চুক্তি অনুসারে ২০২৩ সালের নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের দায়িত্ব হস্তান্তর করার কথা মাহাথিরের।

এদিকে স্ট্রেইট টাইমস আরও জানায়, মালয়েশিয়ার রাজা এ পদত্যাগপত্র গ্রহণ করবেন না। কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে মাহাথিরের প্রতি। রোববার (২৩ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতারা কয়েক দফা বৈঠক করার পর থেকেই মাহাথির পদত্যাগের বিষয়টি আলোচিত হচ্ছিল।