নাটোরে বাল্যবিবাহ ইভটিজিং বিষয়ে মতবিনিময়

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ পিএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ | ১৮৯

“সামাজিক সচেতনতাই শান্তি চিন্তা হোক সাদাপথ চলা হোক সহজ কথা হোক নরম, কর্ম হোকসত্য” এই প্রতিপাদকে নিয়ে নাটোরের বাগাতিপাড়া লক্ষনহাটি স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের সাথে বাল্যবিবাহ, ইভটিজিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে লক্ষনহাটি স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাগাতিপাড়া শাখার আয়োজনে বাল্যবিবাহ, ইভটিজিং , মাদকের কু-ফল সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন বাগাতিপাড়া সভাপতি অ্যাডভোকেট সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষহাটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম।

মোঃ সজল এর সঞ্চালনায় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি ও ইউনাইটেড প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাসেদ, শিক্ষক মোঃ জালাল উদ্দিন, মোঃ মতিউর রহমান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রেজাউল করিম, পারুল রানী সরকার ও মোছাঃ রুবিনা ইয়াসমিন।