নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ পিএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ | ১৮৮

নাটোর সদর ও বাগাতিপাড়ায় পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় দুলাভাই ও শ্যালক এবং এক কলেজ ছাত্র সহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রাজশাহীর দূর্গাপুরের ক্ষিদ্র কলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে গোলাম নবী ও তার শ্যালক নাটোর সদর উপজেলার চন্দ্রকলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফয়সাল আহমেদ এবং বড়াইগ্রামের আটঘড়িয়া গ্রামের লতিফ কাজির ছেলে বাগাতিপাড়ার শহীদ জিয়াউর রহমান কলেজের ছাত্র সোহানুর রহমান।

শুক্রবার বিকেলে দয়ারাপুরে ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় দুলাভাই গোলাম নবী ও শ্যালক ফয়সাল আহমেদ মোটর সাইকেল যোগে চন্দ্রকলা গ্রাম থেকে নাটোর শহরে আসছিলেন। পথে বনবেলঘড়িয়া বাইপাসে পৌঁছালে নাটোর থেকে রাজশাহীগামী দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ট্রাকটি আটকের জন্য পাশের থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।

অপরদিকে বাগাড়িপাড়ায় বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কলেজ ছাত্র সোহানুর রহমানের মৃত্যু হয়।