নাটোরে জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ সভা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৬ পিএম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ | ২৪৮

জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা মূলক সভা হয়েছে।

বুধবার দিনব্যাপি সিংড়ার মৎস্য আড়ৎ, দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ, কলম ডিগ্রি কলেজসহ চলনবিলের বিভিন্ন বাজারে সচেতনতামূলক সভা ও পথসভার আয়োজন করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সভাপতি ড. এসএম ইকবাল, দমদমা কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, কলম কলেজের অধ্যক্ষ শফিকুল কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়া উপজেলা বন কর্মকর্তা মাহবুব হোসেন, চলনবিল পাখি নিবাসের সভাপতি এসএম ইসাহক আহমেদ, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী ও শিক্ষক জামাল উদ্দিন, তাইফুর রহমান, আবু বকর সিদ্দিক প্রমূখ।

সভায় চলনবিলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণের উপর গুরুত্ব দেয়া হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।