টাঙ্গাইলে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালিত

তনয় কুমার বিশ্বাস,
প্রকাশিত: ০৭:০৩ পিএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ২১৭

আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

১৬ জুলাই সোমবার বিকেলে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম।

বিশেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিনু আনোহলী। আলোচনায় বক্তারা রবীন্দ্রনাথ এবং নজরুলের জীবনাদর্শের ওপর বক্তব্য রাখেন।

আলোচনা শেষে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত বিষয়ে প্রতিযোগিতায় মোট ২৭ জনকে পুরস্কার দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক তরুন ইউসুফ।