রিক্সাচালক আব্দুর রহমান বাঁচার জন্য সুধীজনের সহযোগী চায়

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ১৯৮

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের রণচন্ডি অবিলের বাজার চুুতুরপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রিক্সাচালক আব্দুর রহমান (৪১)।

গত দুই মাস আগে ঢাকার হেমায়েতপুরে  রিক্সা চালানোর সময় পিছন থেকে গাড়ির ধাক্কা খেয়ে মাটিয়ে পরে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। এসময় রক্তাত্ত অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আব্দুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে আমার স্বামীর মাথায় খুলির ভিতরে জরুরী অস্ত্রোপাচার করার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন।

 আমরা গরীব মানুষ এত টাকা কই পাব তাই বাধ্য হয়ে  আমার স্বামীকে এনাম মেডিকেল থেকে ফেরত নিয়ে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করি। বর্তমানে আমার স্বামী প্লাস্টিক সাজার্রী বিভাগের ৩ তলার ৬ নম্বর ওয়ার্ডে ২৩ নম্বর বেডে ভর্তি আছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের বার্ণ ও প্লাস্টিক সাজার্রী ইউনিটের মেডিকেল অফিসার সোহানুর রহমান শুভ জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগী আব্দুর রহমানের মাথার পিছনের অংশের চামড়া উঠে গিয়েছিল কয়েকদিন আগে অপারেশনের মাধ্যমে সেই চামড়া লাগানো হয়েছে। বর্তমানে তাঁর মাথার ভিতরের দুটি হাঁড় সংযোজন করতে হবে।

সাহায্যে পাঠানোর ঠিকানা-

মোঃ আব্দুর রহমান পিতা আব্দুল আজিজ, গ্রাম রণচন্ডি অবিলের বাজার চুুতুরপাড়া, ইউনিয়ন রণচন্ডি, উপজেলা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী তার বিকাস নম্বর -০১৩১৩-২৯৭১৪৮ অথবা ০১৭১৮-৫০৬৪৫৭।