টাঙ্গাইলে ১২০ বছরের বৃদ্ধাকে গলা কেটে হত্যা

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ০৭:২০ পিএম, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | ৬৩২

টাঙ্গাইলের ভূঞাপুরে আহাতন বেওয়া নামে ১২০বছর বয়সের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ফলদা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবু আহমেদ (২৭) নামে এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ। সে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর রৌহা গ্রামের খলিল সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার ফলদা বাজারে নিহত আহাতন বেওয়ার ছেলে শিহাব সরকারের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতো বাবু। প্রতিদিনের ন্যায় সে দোকান থেকে দুপুরের খাবার খেতে বাড়ীতে যায়। বাবুকে ঘর থেকে বিমর্ষ অবস্থায় বেড়িয়ে যেতে দেখে শিহাব উদ্দীনের স্ত্রী। তার সন্ধেহ হলে ঘরে ঢুকে শাশুড়ীর গলা কাটা লাশ দেখে চিৎকার করতে থাকে। বাবু দোকানে না গিয়ে সিএনজি চালিত অটো রিক্শাযোগে পালিয়ে বঙ্গবন্ধু সেতু রেলস্টেশনে নেমে দৌড়ে পালাতে চেষ্টা করে। স্থানীয়রা চোর সন্ধেহে ধরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় সোপর্দ করে। পুলিশের ।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।