পঞ্চগড়ে অটো বাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়,জেলা সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ এএম, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৯২

আজ ২০-২-২০১৮ দুপুর আনুমানিক ২.৩০ মিনিটে পঞ্চগড় জেলার আটোয়ারি  উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের  শাপলা (৭) নামের এক শিশু অটো বাইকের ধাক্কায় মৃত্যু বরন করেন।

স্থানিয় সুত্রে জানাযায়  স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি আটো বাইক শিশুটিকে ধাক্কা দেয়,শিশুটি মাটিতে লুয়ে পড়ে,স্থানিয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্য ঘোষনা করেন। শিশুটি জুগিকাটা গ্রামের  ভগেশ চন্দ্র রায় এর কণ্যা।