সখীপুরে স্ত্রী হত্যার ৯ মাস পর স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | ১৬৬
টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ শাহিদা আক্তারকে (৪৫) হত্যার ঘটনায় নয় মাস পর স্বামী সোনা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
মঙ্গলবার সকালে সাভারের ধামরাই এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে সোনা মিয়া।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর সকালে উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়া তার স্ত্রী শাহিদাকে নিয়ে কাঠ কাটতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে শাহিদাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। ঘটনাস্থলেই শাহিদার মৃত্যু হয়। এরপর থেকেই সোনা মিয়া পলাতক ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় শাহিদার বড় ভাই হাফেজ আলী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
 
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে পুলিশ সোনা মিয়াকে খুঁজে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।