বাংলাদেশ ইউথ সোশ্যাল ডেভেলপমেন্ট সংস্থার রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচি

রুবেল ইসলাম,মিঠাপুকুর
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | ১৬৪

রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন দূর্গাপুর গ্রামে বাংলাদেশ ইউথ সোশ্যাল ডেভেলপমেন্ট সংস্থার আয়োজনে রক্তদান হোক স্বেচ্ছায় বিনামূল্যে এবং নিরাপদে মানব সেবার জন্য মানবতার উদ্দেশ্যে বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন পালিত হয়।

মঙ্গলবার দিনব্যাপি রক্তের গ্রুফ নির্ণয় কমসূচিটি সামিউল আলম এর সঞ্চলনায় বাংলাদেশ ইউথ সোশ্যাল ডেভেলপমেন্ট সংস্থার উপজেলা সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ এর উপস্থিতিতে শুরু হয়। এতে অত্র গ্রামসহ আশেপাশের গ্রামের শিশু,কিশোর-কিশোরীসহ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলারা বিনামূল্যে রক্তের গ্রুফ জানার জন্য এগিয়ে আসে ।

মুর্মূর্ষু রোগীসহ গর্ভপতী মহিলার রক্তের প্রয়োজন হলে দ্রুত রক্তের চাহিদা পূরণ করতে এই কর্মসূচি গ্রহণ করেছে এই সংস্থাটি। গত কয়েক বছর ধরে উপজেলায় বাংলাদেশ ইউথ সোশ্যাল ডেভেলপমেন্ট সংস্থাটি রক্তদানসহ নানাবিধ সচেতনামূলক কাজ করে যাচ্ছে। এতে বিনামূল্যে প্রায় ১২০০ জনের রক্তের গ্রুফ নির্ণয় করা হয়।