জাবালে নূরের বাস মালিককে আটক করেছে র‌্যাব

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, বুধবার, ১ আগস্ট ২০১৮ | ২৩৩

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়কে দুই শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যার ঘটনায় জাবালে নূর পরিবহনের ঘাতক বাসের (ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭) মালিক মো. শাহাদাৎ হোসেনকে আটক করেছে র‌্যাব-১।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, পুরো ঘটনাটি আমাদের নজরদারিতে রয়েছে। এর অংশ হিসেবে ঘাতক বাসটির মালিককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে ওই পরিবহনের ঘাতক বাসচালকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী তরিকুল ইসলাম জাবালে নূর পরিবহনের বাসচালক মাসুম বিল্লালকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোয়াহা ৭ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।