নাটোরে বরের ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরের সিংড়ায় মিজানুর রহমান (২১) নামের এক নব বর এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ।
রবিবার সকাল ৯টায় আত্রাই নদীর পার্শ্বের একটি জিগা গাছ থেকে রশিতে ঝুলানো এই লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক মিজানুর রহমান পৌর শহরের সোহাগবাড়ি গ্রামের কৃষক মোজা প্রামাণিকের ছেলে।
সিংড়া পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টায় নিহত যুবক মিজানুর রহমানের পাশ্ববর্তী মহেশচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মিনু খাতুনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
রবিবার ছেলের বাড়িতে বৌভাতের কথা ছিল। কিন্তু সকালে যুবক মিজানুর রহমানের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আর নববধূ মিনু খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।
