যুক্তরাষ্ট্রে বারে গুলি, নিহত ৪

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, রোববার, ৬ অক্টোবর ২০১৯ | ৪৫০

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি বারে গুলিতে চারজন নিহত হয়েছে। রোববার স্থানীয় পুলিশ এক টুইটে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। তবে ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে তা জানানো হয় নি।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলার পর একজনকে পালিয়ে যেতে দেখা গেছে। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।

টেক্সাসে দুটি পৃথক হামলায় ৪৪ জন নিহতের কয়েকদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো।