‘ভিএম’ মেশিনে ভোট প্রদানে ভুল সংশোধনের সুযোগ আছে

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, রোববার, ৬ অক্টোবর ২০১৯ | ১৫৪

ইলেট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটার যদি ভোট দিতে ভুল করে তাহলে তা সংশোধনের সুযোগ রয়েছে। যেহেতু প্রথম ইভিএমএ ভোট হচ্ছে। তাই সংশোধনের সুযোগ রাখা হয়েছে। যে কোন কাজে কিছুটা সমস্যা থাকবেই। তবে আস্তে আস্তে তা কেটে যাবে।

রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

আগামি ১৪ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনিুষ্ঠিত হবে। শেষ ধাপের এ নির্বাচনে উপজেলা দু’টিতে ৩ লাখ ৬০ হাজার ৯৭৩ জন ভোটার ১৬৫ কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ সুপার হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান, জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিন দুপুর আড়াইটার দিকে কোটচাদপুর উপজেলা প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন এই নারী নির্বাচন কমিশনার।

এরমধ্যে কোটচাদপুর উপজেলার সব ক’টি কেন্দ্রে ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।

কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৩ ভোট কেন্দ্রে ২৯৫ টি বুথে ভোট নেওয়া হবে।

এ উপজেলায় মোট ভোটার রয়েছে এক লাখ ৮ হাজার ৮৮২ জন।

সুষ্ঠ্যভাবে ভোট গ্রহনের লক্ষ্যে বুথ সংখ্যার দ্বিগুন ভোটিং মেশিন এসেছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান।