বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | ৪৮৪

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৈতৃত্বে এই দেশে কেউ নিরক্ষর থাকবে না। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য বর্তমান সরকার সারাদেশের শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে।

তিনি আরোও বলেন নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি ব্যবস্থা চালু করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিতে প্রয়োজন একজন শিক্ষিত মা। আর মেয়েদের শিক্ষিত করার মাধ্যমেই শিক্ষিত মা পাওয়া সম্ভব। আর তাই বর্তমান সরকার নারী শিক্ষাকে আধুনিকায়নে নানা কর্মসূচী গ্রহণ করছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে দানবীর রণদা প্রসাদ সাহা হলের ডাইনিং রুমের আধুনিককরণ ও সুসজ্জিতকরণ রুমের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

এসময় কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মান্নানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।