কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন এ মাসেই

মো.হাসমত আলী, কালীগঞ্জ
প্রকাশিত: ০২:২৭ পিএম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ১৭০

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সুঙবিধাবঞ্চিত দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর কাঙ্খিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভোটমারীতে নির্মিত হয়েছে বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা স্বাস্থ্য কমপ্লেক্স নামে একটি সেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান।

লালমনিরহাট – বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের পাশে কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। দ্বিতল ভবনের নির্মাণাধীন উপরতলায় রোগীদের আবাসিক ব্যবস্থা থাকছে জানিয়ে চলতি মাসেই পুরোদমে এ প্রতিষ্ঠানটি তার কার্যক্রম চালু করবে বলেছেন কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এ লক্ষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের উপদেস্টা ও কার্যনির্বাহী পরিষদ। কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মো.কামরুজ্জামান জানান প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটিতে এসি সংযোগ সহ ৫ টি ডক্টরস কক্ষ,১ টি করে প্যাথলজি, আলট্রাসনোগ্রাম, এক্সরে, রিসিপশন ও পরামর্শ কেন্দ্র, এবং নামাজঘর সহ ১১টি কক্ষ ও অন্যান্য ব্যবস্থা রয়েছে যা আধুনিক,স্বাস্থ্য সম্মত ও পরিপাটি।

স্বাস্থ্য কমপ্লেক্সটির ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ওয়ালিয়ার রহমান মুকুল এটিকে অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন নামমাত্র ফি বা খরচে সপ্তাহের সব দিনেই এখানে চিকিৎসা সেবা দিতে প্রসূতিবিদ্যা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন আরা হক চন্দনা,নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা.মো. মোস্তফা জামান ও ডা. মো. আহসান হাবিব সেবা দিতে কাজ করবেন।

এছাড়াও প্রতিষ্ঠাতার পরিবারে থাকা অন্যান্য ডাক্তার সদস্যগণ সহযোগিতা দিয়ে যাবেন। তিনি বলেন নিজ জন্মভূমি তথা এতদ্বঞ্চলের সাধারন মানুষের চিকিৎসা সেবা ও সুবিধা দিতে প্রতিষ্ঠাতা এ উদ্যোগ গ্রহন করেছেন। স্বাস্থ্য সেবার এ কাজটিতে সময় দিতে পারাটাও ভালোলাগার বিষয় বলে মন্তব্য করেন তিনি। আলোচনাকালে উপস্থিত ব্যবস্থাপনা কমিটির সদস্য মিন্টু মিয়াও এ কাজে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন এবং প্রতিষ্ঠাতার সহধর্মিণী ডা. ইয়াসমিন আরা হক চন্দনা প্রায় ৩০ বছর এবং ডা.মো. মোস্তফা জামান ২ বছর ধরে প্রতিমাসে ১ বার এখানে ফ্রি চিকিৎসা দিয়ে আসছেন বলে তিনি জানান।

প্রসঙ্গত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মর্তুজা হানিফ প্রতিষ্ঠা করেছেন এতিমখানা, কলেজ, গণপাঠাগার, শিশু নিকেতন ও বালিকা একাডেমী সহ বেশ কিছু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও তিনি একাধিক স্বাস্থ্য-চিকিৎসা, ব্যবসা -বানিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক পদে আসীন রয়েছেন।

উল্লেখ্য গত বছরের ৪ জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ওই কমপ্লেক্সটির।