নাগরপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৪ এএম, বুধবার, ২৪ জুলাই ২০১৯ | ৫২৯

টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৩জুলাই) রাতে উপজেলার কাঠুরী দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতারকরা হয়। 

গ্রেফতারকৃত মোঃ রফিক মিয়া (৩৫) লালমনিরহাট সদর উপজেলার  কোটামারা গ্রামের আবুল কাশেমের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশের নিয়মিত টহল টিমের এ এস আই রাসেল, এ এস আই আমজাদ, এ এস আই আনিস ডিউটি করার সময় দিঘীর পাড় এলাকায় রফিকের গতিবিধি  সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে  ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। 

নাগরপুর থানার  এস আই সাইদুর রহমান জানান, ইয়াবা সহ রফিককে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে দীঘদিন যাবত দেশের বিভিন্ন  থানায় গিয়ে মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছে।পরে তাকে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়।