ব্র্যাকের পক্ষ থেকে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতারন

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ এএম, সোমবার, ২২ জুলাই ২০১৯ | ৫৬৫

টাঙ্গাইলের নাগরপুরে ব্র্যাকের পক্ষ থেকে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতারন করেছে। সোমবার সকালে উপজেলা দপ্তিয়র ইউনিয়নের কয়টি গ্রামে এ ত্রাণ বিতারন করা হয়।

এ সময় ত্রাণ বিতারন উপস্থিত ছিলেন ব্র্যাক রিজিনাল ম্যানেজার শারমিন আক্তার, জেলা ব্যবস্থাপক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী কল্পনা ভৌমিক, ইউএএম নাগরপুর অতুল চন্দ্র সাহা, এএম (দাবি) নাগরপুর অপুর্ব কুমার মৃধা, শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, মো. আনিছুর রহমান, মো.মোফাজ্জাল হোসেন, মো.ইমরান আলী, নওয়ার আলী, মো. মাহমুদ হাসান, মো.ফজলুল করিম।