ঘাটাইলে মহিলাসহ তিন মাদক কারবারী আটক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩ | ৩৯৯

টাঙ্গাইলের মধুপুরের পাশ্ববর্তী ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের কুমারপাড়া গ্রাম থেকে এক মহিলাসহ তিন মাদক কারবারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে ঘাটাইল থানা পুলিশ।

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার বিকেলে উপজেলার কুমারপাড়া গ্রামের কবির হোসেন (২৯),আব্দুস সাত্তার (৫৭) ও তার স্ত্রী মোছা: আয়েশা বেগম (৫৪) এদের কে নিজ বাড়ী থেকে গাঁজা সহ আটক করা হয়।

এসময় তিন জনের কাছ থেকে মোট ৬’শ ৬৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে দেওপাড়া ইউনিয়নের বিট অফিসার উপ পরিদর্শক শহিদুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(৩)/৪১ ধারার অপরাধে রবিবার(৩ সেপ্টেম্বর২৩)ইং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।