কালিহাতীতে

বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

কালিহাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭ | ৫৮৮

টাঙ্গাইলের কালিহাতীতে ”বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালিহাতী ব্রাক অফিস কর্তৃক আয়োজিত উপজেলা ব্র্যাক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় জেলা ব্রাক প্রতিনিধি মনির হোসেন খানের সভাপতিত্বে বাল্যবিবাহ বন্ধ করি শিশু অধিকার সুরক্ষা করি শ্লোগান নিয়ে বাল্যবিবাহ,যৌতুক প্রথা, কন্যা শিশুর প্রতি যৌন নির্যাতন বন্ধ করতে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ ও নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জেন্ডার জাস্টিস অ্যাড ভাইজার সিটি ব্যবস্থাপক গোলাম জাকারিয়া, স্থানীয় ব্রাক কর্মকর্তা রাজিয়া খাতুন ।